![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/06/online/photos/Vini-Richarli-samakal-629ce2b4c2214.jpg)
ব্রাজিলের অনুশীলনে ভিনি-রিচার্লির হাতাহাতি
সমকাল
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ০৯:২১
জাপানের বিপক্ষে সোমবার বিকালে (বাংলাদেশ সময় সাড়ে চারটা) মুখোমুখি হবে ব্রাজিল। প্রীতি ওই ম্যাচের আগে অনুশীলনে হাতাহাতি করেছেন ব্রাজিলের দুই তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন।
অনুশীলনের মাঝে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর এভারটন স্ট্রাইকার রিচার্লি তেড়ে এসে রিয়াল উইঙ্গার ভিনির জার্সির কলার চেপে ধরেন।
- ট্যাগ:
- খেলা
- হাতাহাতি
- ফুটবল তারকা