![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022June/809-20220606080857.jpg)
গরু চুরির অভিযোগ, থানায় তুলে নিয়ে গিয়ে ইলেক্ট্রিক শক দিল পুলিশ
ভারতের উত্তর প্রদেশে গরু চুরির অভিযোগে এক যুবকের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। লকআপে নিয়ে ওই যুবককে বেদম পেটানোর পাশাপাশি দেওয়া হয়েছে ইলেক্ট্রিক শকও। অসুস্থ হওয়ায় পরে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা জানাজানি হওয়ার পর উত্তরপ্রদেশ প্রশাসন চার পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। নির্দেশ দেওয়া হয়েছে উচ্চপর্যায়ের তদন্তের।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গরু চুরি
- গরু চুরির অভিযোগ