ঢাকায় ভর্তি ১৪ জনের অনেকেরই অবস্থা সংকটাপন্ন

যুগান্তর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ০৬ জুন ২০২২, ০৮:৫৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধদের মধ্যে ১৪ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রোববার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে ৭ জনকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়।



এর আগে ভোর সাড়ে ৬টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ৪ জনকে এনে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে আরও ৩ জনকে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে তিনজন আইসিইউতে ভর্তি রয়েছেন। এর মধ্যে গাউছুল আজম (২২) নামে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শরীর ৮৪ শতাংশ পুড়ে গেছে। 


বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে রয়েছেন-সীতাকুণ্ড শিল্পাঞ্চল থানার এসআই কামরুল হাসান, বিএম কনটেইনার ডিপোর সিকিউরিটির প্রধান ইনচার্জ মাকফারুল ইসলাম, ডিপোর প্রশাসনিক ম্যানেজার খালেদুর রহমান ও শেখ মঈনুল হক

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও