ভারতে ব্যাংক নোটে গান্ধীর সঙ্গে থাকছেন রবীন্দ্রনাথও

প্রথম আলো ভারত প্রকাশিত: ০৫ জুন ২০২২, ২১:৪৩

ভারতের ব্যাংক নোটে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। এবার নোটে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। নতুন নোটে গান্ধীর পাশাপাশি জায়গা পেতে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আরও থাকতে পারে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের ছবিও।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস–এ আজ রোববার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে যেসব নোট ছাপা হবে, তাতে রবীন্দ্রনাথ ঠাকুর ও আবদুল কালামের ওয়াটারমার্ক ছবি যুক্ত করার চিন্তা করেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক। কালাম ভারতের ১১তম রাষ্ট্রপতি ছিলেন। বিজ্ঞানী হিসেবে পারমাণবিক অস্ত্র অর্জনের প্রকল্পে অসামান্য অবদানের জন্য তিনি ভারতীয়দের কাছে ‘মিসাইলম্যান’ নামে পরিচিত। আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলজয়ী প্রথম বাঙালি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও