You have reached your daily news limit

Please log in to continue


কোমল পেশির বাত ব্যথা

মিসেস হাসান, গৃহিণী, ৪৫ বছর বয়স। খুব ভালো রাঁধেন, রাঁধতে ও আপ্যায়ন করতে ভালোবাসেন। স্বামী–সন্তানদের যেমন প্রতিদিন মজার খাবার রেঁধে খাওয়ান, ঠিক তেমনই প্রতি সপ্তাহেই অতিথি আপ্যায়নে তাঁর খ্যাতি রয়েছে। ভালোই চলছিল। হঠাৎ মাসখানেক ধরে তিনি আর ভালোভাবে রান্নার কাজ করতে পারছেন না। রান্নার কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই ডান কনুইতে শুরু হয় প্রচণ্ড ব্যথা। বাধ্য হয়েই গৃহকর্মীর হাতে সব দিয়ে বেরিয়ে আসতে হয় তাঁকে।

ইমতিয়াজ ২৮, উদীয়মান খেলোয়াড়, টেনিসে দুই বছর পরপর লিগ শিরোপা পেয়েছেন। আগামী মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন। কিন্তু গত সাত দিন ধরে হঠাৎ ডান কনুইয়ের বাইরের দিকে খুব ব্যথা, টেনিস র‍্যাকেট ধরতে কষ্ট হয়, এমনকি কম্পিউটার মাউস ব্যবহার করতেও কষ্ট হচ্ছে।

পাঠক, এই দুটি ঘটনাই আমাদের একটি গুরুত্বপূর্ণ বাতরোগের কথা মনে করিয়ে দেয়। বাতরোগ বলা হলেও এটি মূলত কোমল পেশির বাত, যা কনুইয়ের জোড়ার (জয়েন্ট) ওপরের মাংশপেশিকে আক্রান্ত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন