কত বিচিত্র ধরনের অপমৃত্যু হতে পারে, তার একটা চলমান ল্যাবরেটরি এখন বাংলাদেশ। ৫০ বছর বয়সী মাহবুবুর রহমান তালুকদারের কথাই ধরা যাক। গ্রামের বাড়ি বগুড়ায়। জীবিকার জন্য ঢাকার মিরপুর-১১–তে থাকতেন। মিরপুর-১০–এ একটি সোনার দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো গত ৩১ মে সকালে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।
আক্ষরিক অর্থেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মেট্রোরেলের নির্মাণাধীন দেয়ালের ইট মাহবুবুরের মাথায় ভেঙে পড়ে। উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আরও চারজন পথচারী আহত হন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg) 
                    
                