আচরণবিধি ভঙ্গ, চট্টগ্রামের সেই ইউপিতে নির্বাচন স্থগিত

www.ajkerpatrika.com চট্টগ্রাম প্রকাশিত: ০৫ জুন ২০২২, ১৮:৪৩

‘বাটন টিপতে না পারলে টিপে ভোট নেওয়ার জন্য লোক রাখা হবে’—এমনই এক বক্তব্য দিয়ে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক চৌধুরী সারা দেশে হইচই ফেলে দিয়েছেন। সেটি তদন্তের জন্য ডিসি-এসপিকে নির্দেশনাও দেয় নির্বাচন কমিশন (ইসি)। তদন্তে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় এই ইউনিয়ন পরিষদের নির্বাচনই স্থগিত করেছে সংস্থাটি। একই সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।
 
আজ রোববার ইসি এসব সিদ্ধান্ত নেয়। সংস্থাটির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আসাদুজ্জামান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম-বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। এ ঘটনার সঙ্গে জড়িত চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও