রাশিয়াকে নিয়ে ম্যাক্রোঁর মন্তব্যে চটেছে ইউক্রেন
ইউক্রেন যুদ্ধ শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক’ ভুল করেছেন। কিন্তু, এজন্য রাশিয়াকে অপমান করা উচিত হবে না বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর এ মন্তব্য মোটেও পছন্দ হয়নি ইউক্রেনের।
ম্যাক্রোঁর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে টুইটারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা লেখেন, ‘রাশিয়ার অপমান এড়ানোর আহ্বান শুধু ফ্রান্স এবং অন্য যে দেশগুলো এটির জন্য আহ্বান করবে, তাদের অপমান করতে পারে। কারণ, রাশিয়া নিজেই নিজেকে অপমান করেছে। কীভাবে রাশিয়াকে তার নিজের জায়গা দেখিয়ে দেয়া যায়, আমাদের বরং সেদিকে মনযোগ দেওয়া ভালো। এটা শান্তি ফিরিয়ে আনবে এবং জীবন রক্ষা করবে।’