You have reached your daily news limit

Please log in to continue


মাঠে নামছেন ১৪ দলের নেতারা

সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে জেলা সফরে নামার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। 

শুক্রবার বিকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে তার ইস্কাটনের বাসভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

পাশাপাশি সভা থেকে নিয়মিতভাবে জেলা পর্যায়ে ১৪ দলের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে সভায় দেশে বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। 

সভায় ১৩ জুন বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সাবেক মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন