পদ্মা সেতু: পাটুরিয়ার ব্যবসায়ী ও হকারদের কপালে ভাঁজ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু খুলছে ২৫ জুন। সেতুকে ঘিরে উচ্ছ্বাসের কমতি না থাকলেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে পাটুরিয়া ফেরিঘাটের স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের।
তাদের আশঙ্কা, পদ্মা সেতু খুলে দিলে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রুটে যানবহন ও যাত্রীর চাপ কমে যাবে। ফলে পাটুরিয়া ঘাট এলাকার খাবার হোটেল থেকে শুরু করে ভ্রাম্যমাণ দোকান ও ফেরিওয়ালার বিক্রিও কমবে। আর বেচা-বিক্রি কমে গেলে সংসারের টানাটানিও বেড়ে যাবে।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকার ব্যবসায়ীরা জানান, সেখানে চা-বিস্কুট ও টং দোকান রয়েছে দুই শতাধিক। এসব দোকান পাঁচ শতাধিক মানুষের আয়ের উৎস।
এ ছাড়া ঘাট এলাকায় ২০-৩০টি খাবার হোটেল রয়েছে। পেয়ারা, ডাব,আনারস, ডিম ও ঝালমুড়ি বিক্রি করেন শতাধিক ভ্রাম্যমাণ ব্যক্তি। পদ্মা সেতু চালু হলে এই ফেরি রুটে যাত্রী ও যানবহন কমে তাদের বেচা-বিক্রি কমে যাওয়ার আশঙ্কার কথা বলছেন তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পদ্মা সেতু
- হকার