ধর্ষণের ২১ শতাংশ মামলাই প্রমাণ হয় না তদন্তে

সমকাল প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৪:০৩

ধর্ষণের অভিযোগে দেশের বিভিন্ন থানায় করা মামলার প্রায় ২১ শতাংশই তদন্তে প্রমাণিত হচ্ছে না। এর মধ্যে ১২.০৯ শতাংশ মামলা প্রমাণিত হচ্ছে পুরোপুরি মিথ্যা। আইন বা তথ্যের ভুল পাওয়া যাচ্ছে ৮.৭২ শতাংশ ক্ষেত্রে। গত পাঁচ বছরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত করা ১ হাজার ৯টি মামলার তদন্তে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটির পরিসংখ্যানে দেখা যায়, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ১২২টি ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। একই সময়ে ৮৮টি মামলায় মিলেছে আইন বা তথ্যের ভুল।


পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেন, ধর্ষণের মামলা তদন্তের ক্ষেত্রে আমরা ভুক্তভোগীর পক্ষে থাকার চেষ্টা করি। কিছু ক্ষেত্রে দেখা যায়, দু'জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ স্বেচ্ছায় একটা সম্পর্কের বন্ধনে থেকেছেন। পরে কোনো কারণে মতবিরোধ বা বিচ্ছেদ হওয়ায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মিথ্যা তথ্য দিয়ে মামলা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টাও থাকে। এসব ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। প্রমাণ ও যুক্তিসাপেক্ষ হওয়ায় আদালত তা গ্রহণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত