৮৩ বছর বয়সে একা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড
বার্তা২৪
প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১২:৪৫
৮৩ বছর বয়সে বিরামহীনভাবে একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এক জাপানি নাগরিক। কেনিচি হোরি এর আগে একাধিকবার সমুদ্রযাত্রা করেছেন।
শনিবার (০৪ জুন) ভোরে জাপানের পশ্চিম উপকূলে পৌঁছান তিনি।
বিশ্বের বৃহত্তম এই জলাশয় অতিক্রম করতে তার দুই মাসেরও বেশি সময় লেগেছে। তিনি মার্চে সান ফ্রান্সিসকো থেকে ইয়টে চড়ে যাত্রা শুরু করেন। দুই মাসের মাথায় শনিবার ভোরে তিনি জাপানে কাই উপত্যকায় পৌঁছান তিনি।
জাপানি এই সমুদ্র অভিযাত্রীর সর্বশেষ সমুদ্রগামী কৃতিত্ব এটা। ১৯৬২ সালে ২৩ বছর বয়সে জাপান থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত সমুদ্রযাত্রা করেছিলেন। ওই সময় বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে একা প্রশান্ত মহাসাগর পাড়ি দেন তিনি।