চিকিৎসায় ব্রেন টিউমারও ভালো হয়

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১২:০১

টিউমার বা ক্যান্সারের কথা শুনলেই আমরা আঁতকে উঠি। খুব দুশ্চিন্তায় পড়ে যাই। আগে কারো ক্যান্সার হলে মৃত্যুর প্রহর গুনতেন। এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্সার চিকিৎসায় দেশ এগিয়েছে অনেক। আর এ জন্য এখন বলা হয়, ক্যান্সার হলে অ্যানসার নেই—এ কথার ভিত্তি নেই। ক্যান্সার চিকিৎসায় ভালো হয়। তবে রোগ নির্ণয় করতে হয় শুরুতেই।


কিছু ক্যান্সার আছে, শুরুতে চিকিৎসকদের কাছে গেলে সহজেই ধরা পড়ে। আর চিকিৎসায় সেগুলো পুরোপুরি ভালোও হয়। ক্যান্সারের চিকিৎসা পাওয়ার জন্য তাড়াতাড়ি রোগ নির্ণয়ের ভূমিকা অনেক বেশি। কিন্তু আমাদের দেশের জনগণ রোগ নিয়ে সচেতন না। তাই রোগকে তারা চেপে রাখে। যখন রোগ মারাত্মক আকার ধারণ করে, তখন চিকিৎসকদের শরণাপন্ন হয়। শরীরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে ক্যান্সার একবার ছড়িয়ে গেলে চিকিৎসা করা দুরূহ হয়ে যায়। তাই ক্যান্সারকে প্রতিহত করতে সচেতনতার বিকল্প নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও