কেকে-র মৃত্যু, নিঃশর্ত ক্ষমা চাইলেন রূপঙ্কর
সদ্য প্রয়াত বলিউডের সংগীতশিল্পী কেকে’কে নিয়ে বিতর্কের মধ্যেই নীরবতা ভাঙলেন রূপঙ্কর বাগচী। শুক্রবার (৩ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে হাতজোড় করে নিজের ভুল স্বীকার করেছেন তিনি। কেকে’র পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন এই শিল্পী।
গত সোমবার (৩০ মে) রাতে কেকে’কে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন রূপঙ্কর। ঠিক তার পরদিন মঙ্গলবার (১ জুন) রাতে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কেকে। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি। রূপঙ্করের বিতর্কিত মন্তব্যের পরই শিল্পীর মৃত্যুর ঘটনায় ফুঁসতে থাকেন অনুরাগীরা। সমালোচনার ঝড় বইতে থাকে সর্বত্র। কোণঠাসা হয়ে যান রূপঙ্কর। তার স্ত্রীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।