ঘরের যুদ্ধ থামাতে কী করছে যুক্তরাষ্ট্র?
শুনতে যেমনই লাগুক, যুক্তরাষ্ট্রের নিজ ঘরেই চলছে এক অঘোষিত যুদ্ধ। বিশ্বের নানা প্রান্তে হওয়া যুদ্ধ, সহিংসতা বা অন্য কোনো অস্থিরতা নিয়ে দেশটির সরব এবং কখনো কখনো অতিসরব ভূমিকা থাকলেও নিজ দেশে চলা এই অঘোষিত যুদ্ধ নিয়ে তার কোনো হেলদোল নেই। সবারই এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে, যুক্তরাষ্ট্রে চলা এই অঘোষিত যুদ্ধ বলতে আদতে বন্দুক হামলার কথা বলা হচ্ছে। প্রতিবছর হাজার হাজার লোক নির্বিচারে বন্দুক হামলায় মারা গেলেও এর একমাত্র ওষুধ ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন’ এখনো অধরাই রয়ে গেছে। এবারও এমন একটি কঠোর আইনের প্রস্তাব উঠলেও তা রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধের মুখে ভেস্তে গেছে।
না, অস্ত্র নিয়ন্ত্রণ আইন করার বিষয়টি একেবারেই আলোচনার বাইরে যায়নি। তবে এটি হওয়ার সম্ভাবনা যে অনেক কম, তা একবাক্যে সবাই মানবেন। আইনপ্রণেতারা আরও কিছুদিন এ নিয়ে তর্ক করবেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে এ নিয়ে পাশা খেলা চলবে, দেশটির ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন (এনআরএ) এ নিয়ে লবিং করবে, সাধারণ মানুষ নানা মঞ্চে দাঁড়িয়ে তাদের দাবিনামা তুলে ধরবে, আর নানামুখী এই খেলার মাঝখানে ঝরে যেতে থাকবে একের পর এক প্রাণ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অস্ত্র আইন
- বন্দুক হামলা