৪ টেলিকম অপারেটরে ৫ লাখের বেশি ম্যালওয়্যার

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১৩:৪০

দেশের ৪টি টেলিকম অপারেটরে ৫ লাখ ২৫ হাজার ৮২০টি ম্যালওয়্যার শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ টেলিকম অপারেটরদের জন্য সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম—সিআইআরটির সাইবার থ্রেট গবেষণা দলের করা 'হরাইজন স্ক্যানিং রিপোর্টে' এ তথ্য উঠে এসেছে।


ম্যালওয়্যার সংক্রমণের এই গণনাগুলো চলতি বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হিসাব করা হয়েছে। ওই ৪ টেলিকম অপারেটরগুলো হচ্ছে গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।


গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮৩ দশমিক শূন্য ২ মিলিয়ন। গ্রামীণফোনে মোট ২ লাখ ৯৪ হাজার ৬৫৭টি ম্যালওয়্যার এবং ৪৭টি 'ইউনিক' ম্যালওয়্যার পাওয়া গেছে। 'অ্যান্ড্রয়েড ডট হুমার' নামের এই ভাইরাসে হার সবচেয়ে বেশি ২৪ দশমিক ৪ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও