You have reached your daily news limit

Please log in to continue


দোষারোপ চলছে, দাম কমছে না

বোরোর ভরা মৌসুমে বাজারে চালের দাম কেন বাড়ল, তা নিয়ে একে অপরকে দোষারোপ চলছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কয়েক দিন ধরেই বড় কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। গতকাল বৃহস্পতিবারও তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন।

দেশের অন্যতম চাল সরবরাহকারী জেলা কুষ্টিয়ার জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে গতকাল চালকলমালিকেরাও চালের মূল্যবৃদ্ধির জন্য বড় করপোরেট প্রতিষ্ঠান, ছোট চালকল ও ধানের আড়তমালিকদের দায়ী করেছেন। ওদিকে করপোরেট প্রতিষ্ঠানগুলো বলছে, তারা চালের বাজারে খুব নগণ্য হিস্যাধারী। বড় হিস্যা মূলত বড় চালকলগুলোর। তারাই বাজার নিয়ন্ত্রণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন