কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া চার বোন উদ্ধার

প্রথম আলো কুমিল্লা প্রকাশিত: ০৩ জুন ২০২২, ০৮:৫১

অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চার বোনের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের সাতদিন পর কুমিল্লা নগরের জাঙ্গালিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাঁদের উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)। তাঁরা পিবিআইয়ের হেফাজতে রয়েছে।


শুক্রবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনের পর চার বোনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পিবিআইয়ের উপপরিদর্শক (এস আই) সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


চার বোনের সন্ধান পাওয়ায় খবর পেয়েছেন তাঁদের পরিবার। মেয়েদের মামা এ বি এম ছিদ্দিকুর রহমান বলেন, বাবার সঙ্গে রাগ করে গত ২৬ মে সকাল সোয়া আটটায় কাপড়চোপড় নিয়ে তিন বোনকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার নাম করে বড় বোন তাসনিম জাহান নিরুদ্দেশ হন। প্রথমে নাঙ্গলকোট থেকে একটি বাসে উঠে কুমিল্লা আসেন। পরে নগরের জাঙ্গালিয়া এলাকার একটি বাড়িতে কক্ষ ভাড়া নেন তাঁরা। বৃহস্পতিবার সকালে তাসনিম মা–কে ফোন করেন। বিষয়টি র‍্যাব ও পুলিশকে জানানো হয়। পরে পিবিআই ওই বাড়িতে গিয়ে তাঁদের উদ্ধার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও