You have reached your daily news limit

Please log in to continue


বুকের ঘাম বিক্রি করে কোটি টাকা আয় অভিনেত্রীর! দাম শুনে মাথায় হাত নেটিজেনদের

Viral অভিনেত্রী। সূর্যের প্রখর রোদে বসে লাস্যময়ী অভিনেত্রী। তাঁর পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছে। কিন্তু, এটাই তাঁর পেশা। এভাবেই তিনি প্রতিদিন ঘামেন এবং সেই ঘাম বোতলে ভরে অনলাইনে বিক্রি করেন। জানা গিয়েছে যে, তিনি একদিনে প্রায় 10 বোতল বুকের ঘাম বিক্রি করেন। সবথেকে চমকে দেওয়া ব্যাপার হল তাঁর বুকের ঘামের চাহিদা থাকলেও, তিনি তাঁর জোগান দিতে পারছেন না। নেটিজেনদের মাথায় হাত ওই অভিনেত্রীর কথা জানতে পেরে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন ওই অভিনেত্রী।

নিউ ইয়র্কের Stephanie Matto নামের সেই অভিনেত্রী নিজেই জানিয়েছেন তাঁর এই পেশার কথা। তাঁর ইন্সটাগ্রামের প্রোফাইল stepankamatto তে এমন অনেক ভিডিয়ো রয়েছে, যেখানে তিনি নিজেই বুকের ঘাম বোতলে ভরে বিক্রি করার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এই কাজের জন্য প্রতিদিন তিনি প্রায় 15 মিনিট প্রখর রোদের মধ্যে বসে থাকেন। এরপর তাঁর বুকের ঘাম বোতলে ভরে রাখেন। সেই ঘাম বিক্রি করেই প্রতিদিন তাঁর প্রায় লাখ টাকার উপরে আয় হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন