লর্ডস টেস্ট : ১৩২ রানে অল-আউট নিউজিল্যান্ড

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ জুন ২০২২, ২০:২৬

লর্ডস টেস্টের প্রথম দিনেই অল-আউট হয়ে গেল নিউজিল্যান্ড। আরও নির্দিষ্ট করে বললে, দিনের মাত্র দেড় সেশন তারা খেলতে পেরেছে। ৪০ ওভার ব্যাট করা সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৩২ রানে। সৌজন্যে জেমস অ্যান্ডারসন, ম্যাথু পটস আর স্টুয়ার্ট ব্রড।অধিনায়ক হিসেবে পূর্ণ মেয়াদে প্রথমবার মাঠে নামা বেন স্টোকসও আজ উইকেট নিয়েছেন। আজ বৃহস্পতিবার লর্ডসে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে নি


উজিল্যান্ড আর ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমেই জেমস অ্যান্ডারসনের তোপের মুখে পড়েছে অতিথিরা। ২ রানে ২ উইকেট হারানোর পর ৭ রানে আউট ৩ জন! কিউইদের অবস্থা এখন ত্রাহি মধুসুদন। ফিল্ডিংয়ে নেমে ব্রড-অ্যান্ডারসনকে দিয়েই বোলিং শুরু করান অধিনায়ক বেন স্টোকস। ইনিংসের তৃতীয় ওভারে জিমি প্রথম আঘাত হানেন। ওই ওভারের প্রথম বলেই জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন উইল ইয়ং (১)। ফিরতি ওভারে এসেই জিমি তুলে নেন আরেক ওপেনার টম ল্যাথামকে (১০)। ক্যাচ নেন সেই বেয়ারস্টো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও