![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/06/02/1d56c9d89524ff39d995a80da4a9befc-6298aa2ea7758.jpg)
২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী
দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি স্থানে অভিযান চালানোর সময় ওই দুজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার বেথেলহেমের ধীশেহ এবং জেনিনের ইয়াবাদ গ্রামে পৃথক অভিযানে তাঁদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধীশেহ গ্রামে নিহত ব্যক্তির নাম আয়মান মাহমুদ (২৯)। বৃহস্পতিবার ভোররাতে বেথেলহেমের ধীশেহ শরণার্থীশিবিরে অভিযান চালানোর সময় তাঁকে হত্যা করে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।