দুধে আলতা গায়ের বরণ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৮:০৪

দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না...। 
দুধে আলতা গায়ের রং পেতে ঠিক কী করতে হবে, তার সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, মিসরের রানি ক্লিওপেট্রা স্নান করতেন দুধ দিয়ে। জানা যায়, তিনি স্নানে গাধার দুধ, আমন্ড তেল ও মধু ব্যবহার করতেন। লাস্যময়ী এ নারী তাঁর ত্বক ও সৌন্দর্যের ব্যাপারে ছিলেন বেশ যত্নশীল।


শুধু তা-ই নয়, ভারতীয় উপমহাদেশের রানিদের সৌন্দর্যচর্চার ইতিহাস ঘাঁটলে দেখা মেলে দুধ, হলুদ ও চন্দনের।
যুগের পর যুগ ঘরোয়া রূপচর্চার অনন্য একটি উপাদান হলো দুধ। সময়ের সঙ্গে সঙ্গে দুধের ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্লিনজার, টোনার, ফেসওয়াশ ও ক্রিমে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও