কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই অভিনেত্রীর স্বপ্ন ‘পুষ্পা’, ‘আরআরআর’–এর মতো ছবি

প্রথম আলো মুম্বাই প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৭:৫৮

নজির স্থাপন করেছিল ‘বাহুবলী’। তেলেগু ছবিটি তামিল, মালায়লাম, হিন্দিসহ একসঙ্গে ভারতের অনেকগুলো ভাষায় মুক্তি পায়। এর পর থেকেই বলা যায় প্যান ইন্ডিয়া বা বিভিন্ন ভাষায় ডাবিং করে ভারতজুড়ে ছবি মুক্তি দেওয়ার চল ব্যাপকভাবে শুরু হয়। সে পথ ধরেই ‘পুষ্পা-দ্য রাইজ’, ‘আরআরআর’ বা ‘কেজিএফ’-এর মতো ছবি সাফল্য পেয়েছে। এসব ছবির সাফল্য দেখে অনেকেই যে প্যান ইন্ডিয়া ছবি তৈরি করছেন বলাই বাহুল্য। সামনে এ ধরনের ছবিতে দেখা যাবে সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোনদের। সেই তালিকায় নাম লেখাতে চান বলিউড অভিনেত্রী বাণী কাপুরও।



বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাণী বলেন, ‘আমি অবশ্যই প্যান ইন্ডিয়া ছবিতে অভিনয় করতে চাই। কারণ, এটা আপনাকে আরও বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবে। এ ধরনের ছবিতে সুযোগ পাওয়া আমার চূড়ান্ত লক্ষ্য। স্পষ্টভাবে বলতে গেলে প্যান ইন্ডিয়া ছবিতে অভিনয়ের সুযোগ খুঁজছি আমি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও