![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbogra-20220602172915.jpg)
সংস্থার ২৭ লাখ টাকা নিয়ে উধাও দুই কর্মকর্তা
বগুড়ার ধুনট উপজেলায় আরডিআরএস বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থার প্রায় ২৭ লাখ টাকা নিয়ে শাখা ব্যবস্থাপকসহ দুই কর্মকর্তা উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ) মিজানুর রহমান বাদী হয়ে দুই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেছেন। বুধবার (১ জুন) রাতে ধুনট থানায় মামলাটি করা হয়।