নিজেকেই বিয়ে করতে যাচ্ছেন ভারতের এক তরুণী!
নিজেকেই বিয়ে করতে যাচ্ছেন এক তরুণী। আর পাঁচজন কনের মতো বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১১ জুন তার বিয়ে। ঘটনাটি ভারতের গুজরাটের ভদোদরার ২৪ বছর বয়সী এক তরুণীর।
শ্যামা বিন্দু নামে ওই তরুণী কানাডিয়ান ওয়েবসিরিজ 'অ্যান উইথ অ্যান ই' থেকেই অনুপ্রাণিত হয়ে নিজেকে নিজেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি বিয়ের কার্ডও ছেপেছেন। অন্য তরুণীদের মতো তিনিও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
'অ্যান উইথ অ্যান ই' ওয়েব সিরিজের একটি ডায়লগ টেনে তরুণী বলেন, প্রত্যেক নারী কনে হতে চান, কিন্তু স্ত্রী নয়- ওয়েব সিরিজের এই কথাটা আমায় নাড়িয়ে দেয় ।
- ট্যাগ:
- জটিল
- নিজেকে ভালোবাসা
- নিজেকে নিজে বিবাহ