বিপরীত মেরুর বলেই ১১ বছর মহেশের সঙ্গে থাকতে পেরেছি: লারা
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৫:২১
এক জন অভিনেত্রী। অন্য জন টেনিস তারকা। এমন পেশাদার বৈপরীত্য নিয়ে গাঁটছড়া অনেকেই বাঁধেন, তবে নিজেদের সবটুকু আলাদা হলে কেমন হয় দাম্পত্য? মহেশ ভূপতির সঙ্গে বিয়ের ১১ বছর পার করে সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন ‘সিং ইজ কিং’-এর অভিনেত্রী লারা দত্ত।
বিপরীত মেরু যে পরস্পরকে বেশি আকর্ষণ করে, তার আদর্শ উদাহরণ লারা-মহেশের দাম্পত্য। যুগলের দু’জন একেবারে দু’রকম বলেই নাকি তাঁদের মধ্যে প্রেম এত গাঢ়—মনে করেন লারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি নিজে অসম্ভব খুঁতখুঁতে। সব কিছু জায়গা মতো না থাকলে তাঁর ভাল লাগে না। পরিপাটি করে তাই জিনিসপত্র গুছিয়ে রাখেন তিনি। আর মহেশ? তাঁর ঘর সব সময়ে তছনছ। গুছিয়ে জীবন কাটানোর ধারই নাকি ধারেন না তিনি। কোথাও যাওয়ার আগে স্যুটকেসে যখন থাকে থাকে জামাকাপড় গোছান লারা, ভূপতি নাকি সব ছুড়ে ছুড়ে ফেলেন।
- ট্যাগ:
- বিনোদন
- দাম্পত্য জীবন
- মহেশ ভূপতি
- লারা দও