কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬০ বছর পর সনদ

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০২ জুন ২০২২, ১১:৪৩

স্কুলজীবন শেষ করেছিলেন ৬০ বছর আগে। কিন্তু সনদ হাতে পাননি। স্কুল কর্তৃপক্ষ বলেছিল, জরিমানার অর্থ বকেয়া রয়েছে। জরিমানা পরিশোধ না করলে সনদ দেবে না তারা। আর তিনিও এতে গা করেননি। শেষ পর্যন্ত সনদ পেয়েছেন। কিন্তু ৬০ বছর পরে এসে। বলছি যুক্তরাষ্ট্রের টেড সামসের কথা। ৭৮ বছর বয়সে এসে গত শুক্রবার স্কুলের সমাবর্তনে অংশ নিয়েছেন তিনি। পেয়েছেন স্কুল শেষের সনদ।


মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, টেড সামসের বাড়ি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়। সেখানকার সান গ্যাব্রিয়েল হাইস্কুলে পড়াশোনা করতেন তিনি। সময়টা ১৯৬২ সাল। টেডের স্কুল সমাপনী পরীক্ষা চলছে। এর মধ্যেই কোনো একটি কারণে পাঁচ দিনের জন্য স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি। এতে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসা হয়ে ওঠেনি তাঁর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে