‘ধারদেনা করেও মাকে বাঁচাতে পারলাম না’
সাভারের আশুলিয়ায় রহিমা বেগম (৪৫) নামের এক নারীর ভুল অস্ত্রোপচার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ওই অস্ত্রোপচারের এক মাস পর মারা গেছেন রহিমা। আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়াবাসায় আজ বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। রহিমা বেগম বাগেরহাটের রেজাউল সিকদারের স্ত্রী। তিনি পরিবারসহ জামগড়ায় বসবাস করতেন।
অভিযোগ ওঠে, জরায়ুতে টিউমার হওয়ায় অস্ত্রোপচার করাতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হন রহিমা বেগম। চিকিৎসক ভুল করে মুত্রথলি কেটে ফেলার পর থেকে ক্রমেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। গত ২৭ এপ্রিল আশুলিয়ার জামগড়া এলাকার ‘দি ল্যাব এইড’ নামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। পরে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১৮ দিন পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা দাবি করেন, ওই নারীর ভুল চিকিৎসা করা হয়েছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রোগীর মৃত্যু
- ভুল অপারেশন