অনলাইনে রাজনীতিবিদদের ওপর হয়রানি ঠেকাতে প্রস্তাবনা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ জুন ২০২২, ২৩:১৬
অনলাইনে রাজনীতিবিদদের ওপর হয়রানি ঠেকাতে বিভিন্ন দলের সদস্যদের নিয়ে ফোরাম করার প্রস্তাব দিয়েছেন নর্দান আয়ারল্যান্ডের আইনমন্ত্রী নাওমি লং। এবার সেখানকার মে মাসের ভোটকে কেন্দ্র করে তিনি তার ক্রমবর্ধমান উদ্বেগের কথা তিনি লিখিতভাবে সবাইকে জানান। তিনি বিশেষভাবে নারী রাজনীতিবিদদের হয়রানির বিষয়টি উল্লেখ করেন। কেননা, এবারের ভোট ক্যাম্পেইনের সময় অনেক নারী প্রার্থীই হুমকি এবং অপব্যবহারের শিকার হন।
উদাহরণস্বরূপ তিনি জানান, পিপল বিফোর প্রফিট দলের প্রার্থী হান্নাহ কেনি পূর্ব বেলফেস্টে নির্বাচনি প্রচারণার সময় মৌখিক অপব্যবহার এবং শারীরিক হুমকির শিকার হন। এছাড়া বিধান সভার অনেক নারীই জানান, কীভাবে তারা সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার হচ্ছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হয়রানি বন্ধ
- রাজনীতিবিদ