কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পোশাকের ন্যায্য দর: আইএলওর হস্তক্ষেপ চান রপ্তানিকারকরা

সমকাল প্রকাশিত: ০১ জুন ২০২২, ২২:৩৬

তৈরি পোশাকের ন্যায্য দর আদায়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশের উদ্যোক্তারা। সংস্থার মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে উদ্যোক্তাদের পক্ষ থেকে এ সহযোগিতা চাওয়া হয়েছে। আইএলওর সদর দপ্তর জেনেভায় বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার প্রতিষ্ঠা এবং পোশাক শিল্পের টেকসই উন্নয়নে ন্যায্য দর অত্যন্ত জরুরি একটি বিষয়। বৈশ্বিক সরবরাহ চেইনে সুতা, বিভিন্ন রাসায়নিক এবং অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে; শিপিং চার্জও বেড়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়েছে। 


কিন্তু ব্র্যান্ড এবং ক্রেতাদের কাছ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছেনা। আইএলওসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে তৈরি পোশাকের ন্যায্য মূল্য ইস্যুতে ক্রেতাদের ওপর নৈতিক চাপ তৈরির অনুরোধ করেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও