You have reached your daily news limit

Please log in to continue


দুধসহ সব পণ্যের দাম বাড়াল মিল্ক ভিটা

দুধসহ সব ধরনের পণ্যের দাম বাড়িয়েছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ব সংস্থাটি। 

বুধবার থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড ব্যবস্থাপক (বিপণন-মিরপুর) শহীদুর রহমান। জানান, গত ২৯ মে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সংস্থাটির ভাষ্য, গো-খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম বেশি হওয়ায় উৎপাদন ও সরবরাহ খরচ বেড়েছে। এ ছাড়া বাজারের সঙ্গে বাস্তবতার নিরিখে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ (১ জুন) থেকে গ্রাহক পর্যায়ে প্রতি লিটার প্যাকেটজাত তরল দুধে ৫ টাকা বাড়িয়ে দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ৭৫ টাকা। এ ছাড়া আধা লিটারের প্যাকেট ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। আর ২৫০ মিলি প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা, যা আগে ছিল ২২ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন