ন্যাশনাল হেরাল্ড মামলা সোনিয়া গান্ধী ও রাহুলকে তলব

প্রথম আলো ভারত প্রকাশিত: ০১ জুন ২০২২, ২১:২০

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর পুত্র রাহুলকে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি) সমন জারি করেছে। রাহুলকে ২ জুন ও সোনিয়াকে ৮ জুন ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।


কংগ্রেসের পক্ষে আজ বুধবার এ খবর জানিয়ে বলা হয়, সোনিয়া অবশ্যই ৮ জুন উপস্থিত থাকবেন। রাহুল যেতে পারবেন ৫ জুনের পর। কারণ, তিনি দেশে নেই।


সংবাদ সম্মেলন করে কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগের বিন্দুমাত্র সত্যতা নেই। ইডি একসময় মামলাটি বন্ধ করেও দিয়েছিল। পরে ফের রাজনৈতিক কারণে খোলা হয়েছে। সিংভি বলেন, এটা এমন একটা মামলা, যেখানে একটি টাকাও লেনদেন হয়নি। এটা একটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আইনি বিষয়। গান্ধী পরিবারের লুকানোর কিছুই নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও