কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে সহিংসতার শিকার ২৬% কিশোর-কিশোরী

প্রথম আলো ব্র্যাক সেন্টার প্রকাশিত: ০১ জুন ২০২২, ২০:৫৮

করোনাকালে ২৬ শতাংশ কিশোর-কিশোরী নানা ধরনের সহিংসতার শিকার হয়েছে। তাদের মধ্যে ছেলেরা শারীরিক সহিংসতা এবং মেয়েরা যৌন সহিংসতার শিকার হয়েছে বেশি। কোভিডের সময়ে কিশোর-কিশোরীদের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে এখনো তারা বের হতে পারেনি।


আজ বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে কিশোরীদের ঝুঁকি ও পরিবর্তিত পরিস্থিতি’ শিরোনামে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে এ তথ্য তুলে ধরা হয়। ২০২১ সালের ৪ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত গাইবান্ধা, নড়াইল ও কুমিল্লার ২৬টি উপজেলার ২ হাজার ৭৫৮ পরিবারের ওপর এ গবেষণা চালানো হয়।


ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং জিআইজেড বাংলাদেশ যৌথভাবে গবেষণাটি করে। এতে সহায়তা করেছে জার্মান সরকারের অর্থনৈতিক সহায়তা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয় (এফসিডিও)। কিশোর-কিশোরীদের ঝুঁকিগুলোকে শনাক্ত করে ভবিষ্যতে কোভিডের মতো পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন বক্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও