![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdd-20220601181905.jpg)
বান্দরবানে পুকুরে মিললো শিশুর মরদেহ
বান্দরবানের লামা ফাইস্যা খালি এলাকায় পুকুর থেকে তানভীর (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুন) সকালে উপজেলার অংসারঝিরি এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মৃত তানভীর লামা উপজেলার অংসারঝিরি পাড়ার মো. ফোরকানের ছেলে।
তানভীরের চাচা মো. শামসু জানান,সকাল সাড়ে ৭টার দেকে তানভীর বাড়ি বাইরে খেলতে যায়। দির্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে প্রতিবেশী তানিম তানভিরের পরিবারে খবর দেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, তানভীরের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশুর লাশ উদ্ধার
- শিশুর লাশ