কেবল দুই ব্রাউজারেই বিলিয়নের বেশি ব্যবহারকারী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৭:২৬

প্রযুক্তি সেবার বাজারে বেশ কয়েকটি ব্রাউজার সমাধান থাকলেও প্রায় ৩৪০ কোটি ব্যবহারকারী নিয়ে একচ্ছত্র আধিপত্য করছে গুগলের ক্রোম ব্রাউজার।


দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের সাফারি ব্রাউজারের সঙ্গে ক্রোমের দূরত্বও বেশ লক্ষ্যণীয়। ভিপিএন সেবাদাতা অ্যাটলাসের তথ্য বলছে, সাফারি ব্রাউজারের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক একশ কোটির কিছু বেশি।


বাজারে আরও বেশ কয়েকটি ব্রাউজার সফটওয়্যার থাকলেও, প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা বলছে, ক্রোম আর সাফারির সঙ্গে অন্যান্য সফটওয়্যারগুলোর দূরত্ব এতোটাই বেশি যে ব্যবহারকারীর সংখ্যার বিচারে শীর্ষ দুইয়ের আশপাশে নেই আর  কেউই।


লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, ব্যবহারকারীর সংখ্যা গণনায় কেবল ডেস্কটপ পিসির ব্যবহারকারীদের অন্তর্ভূক্ত করা হয়নি, মোবাইল ব্যবহারকারীরাও আছেন। আর্স টেকনিকা বলছে, সাফারি আইফোন ও আইপ্যাডের ডিফল্ট ব্রাউজার হওয়ায়, ম্যাক কম্পিউটারের তুলনায় বহনযোগ্য ডিভাউসগুলোতেই এর ব্যবহার বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও