অতিবৃষ্টি ও কৃষকের যন্ত্রণা

সমকাল মহিউদ্দিন মাহিন প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৭:০৯

ভারি বৃষ্টির কারণে সারাদেশের মতো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মাদাইডাঙ্গা বিলের ধান পানির নিচে। হাজার হেক্টরেরও বেশি আয়তনের এ বিলে আবাদ করা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। স্থানীয় একাধিক কৃষক জানান, মাদাইডাঙ্গা বিলসহ রৌমারী উপজেলার বেশিরভাগ জমিতে চাষ করা হয়েছে বোরো ধান।


বৃষ্টির পানিতে বোরো ধান ডুবে গেছে। অনেকে বাধ্য হয়ে ডুবে যাওয়া ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন। ক্ষেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে থাকা ধানের শীষে চারা গজিয়ে ধান নষ্ট হয়ে গেছে।
বৃষ্টিপাতে তলিয়ে যাওয়া মাঠের ধান নিয়ে বেকায়দায় পড়েছেন কৃষক। ঝোড়ো বৃষ্টিতে ক্ষেতের ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। পানি থেকে ধান কেটে ঘরে তুলতে কৃষককে অতিরিক্ত মজুরি গুনতে হয়েছে। তলিয়ে যাওয়া ধান চড়া মজুরি দিয়ে যতটুকু কাটতে পেরেছেন, তাও আবার বৃষ্টির কারণে সময়মতো শুকাতে পারেননি। কয়েক মাসের পরিশ্রম আর বিনিয়োগের ফল ঘরে তোলার সময়ে এমন দুর্দশায় পড়তে হয়েছে কৃষককে। ধান গাছ শুকিয়ে যে খড় গোখাদ্য হিসেবে সংরক্ষণ করা হয়; অতিবৃষ্টির কারণে তাও ব্যাহত হয়েছে। ফলে সামনে দেখা দেবে গোখাদ্য সংকট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও