You have reached your daily news limit

Please log in to continue


অবশেষে বিয়ে করলেন পপি

কার পার্কিংয়ের সময় প্রথম দেখা। তার পর বন্ধুদের মাধ্যমে যোগাযোগ। এর পর চুটিয়ে প্রেম। দীর্ঘ প্রণয়ের পর বিয়েবন্ধনে আবদ্ধ হলেন ভারতের ছোটপর্দার তারকা অভিনেতা করণ গ্রোভার ও পপি জব্বল।

ভারতের বিনোদনভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে— করণ-পপির সম্পর্ক প্রায় এক দশকের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ যুগল তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, ৩১ মে বিয়েরপিঁড়িতে বসেছেন করণ-পপি।

ছবিতে দেখা যায়, করণ পরেছেন আইভরি শেরওয়ানি ও গোলাপি টোপর। আর পপি পরেছেন সাদা লেহেঙ্গা, সঙ্গে স্লিভলেস চোলি, মাথায় দোপাট্টা সংযুক্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন