![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_ntv%2Fpublic%2Fimages%2F2022%2F06%2F01%2Fmugda-thana.jpg%3Fitok%3DBVslEOIM)
ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় মোছা. নাজমা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মীর জামাল উদ্দিন বলেন, রাত ১০টার দিকে মুগদা স্টেডিয়াম-সংলগ্ন সড়কে রাস্তা পার সময় ডিএসসিসি’র একটি ময়লার গাড়ি নাজমাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- নারী নিহত
- সড়ক দুর্ঘটনায় নিহত