চীনে চামড়ার বাজার বাড়াতে ওয়েবিনার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৫:২২

চীনের বাজারে বাংলাদেশের “চামড়া ও চামড়াজাত পণ্য প্রচার” শিরোনামে ওয়েবিনার করেছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।


স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বেইজিং থেকে অনলাইনে অনুষ্ঠিত এ সভায় চীনের প্রায় ১৫০ আমদানিকারক, বাংলাদেশি রপ্তানিকারক, ব্যবসায়িক বিশেষজ্ঞ ও কর্মকর্তারা অংশ নেন।


রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উদ্বোধনী বক্তব্য দেন। সঞ্চালনা করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ মনসুর উদ্দিন।


বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য আমদানির ক্ষেত্রে চীনা ব্যবসায়ীদের এবং রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও