ও আমার পাগলা ঘোড়ারে...

প্রথম আলো রাফসান গালিব প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৫:১৭

আবারও একটি ‘উপভোগ্য’ লড়াই দেখল গোটা দেশ। টানা কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ ও বিরোধী দলের ছাত্রসংগঠন ছাত্রদলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ চলল। রাজধানীর প্রাণকেন্দ্রে দেশের প্রধানতম বিশ্ববিদ্যালয়ে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা চলতেই থাকল; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুপটি মেরে থাকল, পুলিশ-প্রশাসনও। অজস্র ফেসবুক লাইভ, সংবাদমাধ্যমের লাইভে সেই সংঘর্ষ সবাই দেখল।


গত এপ্রিলে নিউমার্কেট এলাকায় দোকান মালিক-কর্মচারী ও ঢাকা কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষও এমন ‘উপভোগ্য’ হয়ে উঠেছিল। যার করুণ পরিণতিতে দুজন নিরীহ তরুণকে প্রাণ হারাতেও হলো। এবারের সংঘর্ষে অন্তত কারও মায়ের বুক খালি হয়নি, সে কারণে দুই পক্ষকে সাধুবাদ জানাতেই হয়।


দুই পক্ষই বেপরোয়া থাকলেও মারটা বরাবরের মতোই খেয়েছে ছাত্রদল। উল্টো মামলা ও গ্রেপ্তারের শিকারও হয়েছে তারা। সেটিই স্বাভাবিক। তাদের মূল দল বিএনপি যদি ক্ষমতাসীন থাকত তাহলে নিয়ম অনুযায়ী মারটা খেত ছাত্রলীগ, জেলেও ঢুকতে হতো তাদের। বাংলাদেশের রাজনীতি বোঝা খুব একটা জটিল নয়। নির্দিষ্ট ছকে ফেলে দিলেই হলো। তাতেই ‘রাজনৈতিক বোদ্ধা’ হয়ে যাওয়া যায় সহজে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও