দেশের জন্য প্রাণ কাঁদে নির্বাসিত এব্রাহিমির
প্রথম আলো
প্রকাশিত: ০১ জুন ২০২২, ১২:৫০
জার আমির–এব্রাহিমির বয়স যখন ২০–এর কোঠায়, তখন ঘটে এক অঘটন। একটি যৌনদৃশ্যের ভিডিও ফাঁস হয়ে যায় তাঁর। ইরানের মতো কট্টোর ধর্মীয় সংস্কারের দেশে সেটা মেনে নিল না কেউ। তরুণ অভিনেত্রী আমিরের ক্যারিয়ার গেল ধসে। দেশ থেকে বের করে দেওয়া হয় তাঁকে। হলি স্পাইডার ছবিতে অভিনয়ের জন্য এবার ৪১ বছর বয়সে এসে কান চলচ্চিত্র উৎসবে তিনি পেলেন সেরা অভিনেত্রী পুরস্কার।
কানের মঞ্চ থেকে আমির–এব্রাহিমি সমবেদনা জানিয়েছেন নিজের দেশের মানুষদের প্রতি। কদিন আগেই ইরানের আবাদান শহরের একটি ১০ তলা ভবন ধসে প্রায় ৩৪ জন মানুষ মারা যান। পুরস্কার নিতে এসে কাঁপা কাঁপা স্বরে তিনি বলেন, ‘এই মুহূর্তে যদিও আমি ভীষণ খুশি। পাশাপাশি নানা সমস্যায় জর্জরিত ইরানের মানুষদের জন্য আমার প্রাণটা কাঁদছে। আজ আমি এখানে, অথচ আমার হৃদয়টা পড়ে আছে দেশের মানুষের কাছে।’