কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিবের হাতেই অধিনায়কের ব্যাটন

সমকাল বিসিবি কার্যালয় প্রকাশিত: ০১ জুন ২০২২, ১০:৪৮

ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক হয় বিসিবি কর্মকর্তাদের। মুমিনুলকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এক প্রকার হয়ে যায় সেদিনই। সাকিব টেস্টের নেতৃত্বে ফিরতে রাজি হওয়ায় বিসিবি কর্মকর্তারা খুশি হন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে একটি শর্তও জুড়ে দেন বাঁহাতি এ অলরাউন্ডার, মুমিনুলকে স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়তে হবে।


গতকাল মুমিনুল স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেও ভেতরের ঘটনা অন্য। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দিনই বাঁহাতি এ ব্যাটারকে সরে যেতে বলা হয়। সেদিনই বিষয়টি একজন কোচকে জানান মুমিনুল। আগে থেকেই নেতৃত্বের পালা বদলের সিদ্ধান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে না গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল দেশে ফেরেন সাকিব। বৃহস্পতিবার (২ জুন) বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে তৃতীয়বারের মতো সাকিবকে টেস্ট অধিনায়ক ঘোষণা করা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে লম্বা সময় পর সহ-অধিনায়কও পেতে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল। লিটন কুমার দাসকে করা হতে পারে সহ-অধিনায়ক। লিটনকে সহ-অধিনায়ক করার প্রস্তাব আগে থেকেই ছিল। দেরিতে হলেও সেটা বাস্তবায়ন করা হচ্ছে। যদিও সাকিবকে অধিনায়ক করার বিষয়টি গতকাল আনুষ্ঠানিকভাবে জানাননি বিসিবি সভাপতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও