খবরটা জানতেন ফারুকী

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ জুন ২০২২, ০৯:০৩

১২ মে জানা গিয়েছিল, এবারের ‘সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে মুক্তির অপেক্ষায় থাকা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ইংরেজি ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। গতকাল জানা গেল, উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের পাঁচ বিচারকের একজনও মোস্তফা সরয়ার ফারুকী। ‘স্ক্রিন হাব’ খবরটি প্রকাশ করে। অজি গণমাধ্যমটি তাদের সংবাদে একজন বিচারকের ছবিই ব্যবহার করেছে, সেটি বাংলাদেশি লেখক-নির্মাতা-প্রযোজক ফারুকীর।


নিজের ছবি প্রদর্শিত হবে উৎসবে, সেই উৎসবের বিচারকও ফারুকী—বিষয়টি নিয়ে অনেকেই কনফিউজ হতে পারেন। ফারুকী হেসে বললেন, ‘হা হা হা। নিজের ছবির বিচারকার্য তো নিজে করব না। আমার ছবিটি প্রতিযোগিতা বিভাগে নেই, শুধুই প্রদর্শিত হবে। বিচারক হওয়ার খবরটা আমি আগে থেকেই জানতাম। অফিশিয়াল ঘোষণা না আসায় কাউকে জানাইনি। গতকাল অফিশিয়াল ঘোষণা এলো। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও