বাংলাদেশিদের হাত ধরে এগিয়ে চীনের টেনিস

ডয়েচ ভেল (জার্মানী) বিকেএসপি প্রকাশিত: ৩১ মে ২০২২, ২১:০০

২০১০ সাল৷ বেইজিংয়ের পোটার্স হুইল একাডেমিতে তখন কোচ হিসেবে কাজ করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে পাস করে বিশেষ বৃত্তি নিয়ে চীনে পাড়ি জমানো আখতার হোসেন৷ আর ২০১৩ সালে এই একাডেমিতে ভর্তি হন কিনওয়েন ঝেং৷ প্রথম দুই বছর আখতার হোসেনের অধীনেই ছিলেন কিনওয়েন৷ বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন বুনে দেয়া আর দক্ষ খেলোয়াড় হয়ে উঠতে ভুলত্রুটি শুধরানোর মূল কাজগুলোই করেন বাংলাদেশের জামালপুরের ছেলে আকতার হোসেন৷


২০১৮ সাল পর্যন্ত পোটার্স হুইল একাডেমিতেই ছিলেন কিনওয়েন৷ নয়টি গ্র্যান্ডস্লাম জয়ী বেলজিয়ামের সাবেক তারকা জাস্টিন হেনিনের সঙ্গে পাঁচ বছরের অংশীদারী চুক্তিতে ততোদিনে এই একাডেমির নাম হয়ে গেছে জাস্টিন হেনিন একাডেমি৷ হেড কোচ হিসেবে চীনের লি না-র মতো তারকাদের নিয়ে কাজ করেন বিখ্যাত কার্লোস রদ্রিগ্রেজ৷ আর বয়স ভিত্তিক খেলোয়াড়দের দায়িত্বে ছিলেন আখতার হোসেন৷ নিজের হাতে গড়া কিনওয়েনের এবারের সাফল্য দারুন উচ্ছসিত আখতার৷তিনি বলেন, ‘‘আমিসহ পুরো কোচিং স্টাফ যে কষ্ট করেছি এবং করছি তার ফল কেবল পেতে শুরু করেছি৷ একজন কোচ হিসেবে সত্যি এটা অনেক গর্বের৷’’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও