রুশ দখলে যাওয়ার পর মারিউপোল ছাড়ল প্রথম পণ্যবাহী জাহাজ

বিডি নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ৩১ মে ২০২২, ২০:৩০

ইউক্রেইনের বৃহৎ বন্দর নগরী মারিউপোলের দখল রুশ বাহিনীর হাতে যাওয়ার পর এই প্রথম সেখান থেকে একটি জাহাজ ধাতবপণ্য বোঝাই করে রাশিয়ার পথে রওয়ানা হয়েছে। ইউক্রেইনের অভিযোগ, রাশিয়া মারিউপোল থেকে সেগুলো লুট করেছে।


দোনেৎস্কে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন মঙ্গলবার মারিউপোল বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ছেড়ে যাওয়ার খবর দেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।


সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে পুশিলিন লেখেন, ‘‘আজ আড়াই হাজার টন হট-রোল্ড শিট মারিউপোল বন্দর ছেড়েছে। জাহাজটি রাশিয়ার রোস্তভ নগরীতে যাচ্ছে।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও