চামড়াজাত পণ্যের দাম ৩০ ভাগ কম পাচ্ছে বাংলাদেশ
বিশ্বের অন্যান্য দেশের মতো সমমানের পণ্য তৈরি করেও রপ্তানিতে ৩০ থেকে ৪০ শতাংশ দাম কম পাচ্ছে দেশীয় উৎপাদনকারীরা। কমপ্লায়েন্সের অভাব দেখিয়ে মূল্য কম দিচ্ছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো।
এমন পরিস্থিতিতে চামড়া শিল্পের প্রধান সমস্যা হিসাবে কমপ্লায়েন্সের অভাবকে চিহ্নিত করেছে খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, কমপ্লায়েন্সের অভাবে এ খাতের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে উৎপাদিত পণ্য দাম কম পাচ্ছে। আবার স্থানীয় বাজারেও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় সম্ভব যদি এ খাতের কমপ্লায়েন্স নিশ্চিত করা যায়। তাই শিল্প মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। গড়ে তুলতে হবে চামড়া খাত উন্নয়ন কর্তৃপক্ষ।