You have reached your daily news limit

Please log in to continue


‘জ্ঞান ফিরলে শুনি, হেরা আমারে লক কইরা থুইয়া গেছে’

‘পদ্মা জেনারেলে নেওয়ার পাঁচ মিনিট পরই রোগীরে সিজারের জন্য নিয়া গেছে। কে ডাক্তার, তা-ও জানি না। তারপর শুনি ক্লিনিকের সবাই পালাই গেছে। রোগী কি মারা গেছে, সেলাই দিছে কি না, কী খবর, কিছুই জানি না। ভেতরে রোগী রাইখ্যা তালা দিয়া পালাই গেছে। ভালো ডাক্তার হইলে তো পালাইত না। আমি কঠিন বিচার চাই। আমরা তো গরিব মানুষ। কেন করল এমন?’

ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন মো. তানভীর। তিনি সদ্য ছেলের মা হওয়া ইতি আক্তারের স্বামী। এই মা আলোচনায় এসেছেন গত রোববার নারায়ণগঞ্জের একটি নিবন্ধনহীন ক্লিনিকে চিকিৎসার নামে প্রাণসংশয় হওয়ার মতো ঝুঁকিতে পড়ার মধ্য দিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনহীন ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান চলছিল সারা দেশে। এই অভিযান হতে পারে, সেই ভয় থেকে ইতি আক্তারকে অস্ত্রোপচারের টেবিলে রেখে পালিয়েছিলেন নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় পদ্মা জেনারেল হাসপাতাল নামের ক্লিনিকের কর্মীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন