![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F05%2F31%2Fisraayyel.jpg%3Fitok%3Dxk3v9JWa)
ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের মুক্তবাণিজ্য চুক্তি সই
ইসরায়েলের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি অর্থাৎ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) সই করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২০ সালে ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইউএই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
কয়েক মাসের আলোচনার পর আজ মঙ্গলবার দুবাইয়ে ইসরায়েলের অর্থনীতি ও শিল্পবিষয়ক মন্ত্রী ওর্না বারবিভাই ও আরব আমিরাতে অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তুক আল-মাররির উপস্থিতিতে এ চুক্তি সই হয়। আরব আমিরাতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত টুইটারে লেখেন, কয়েক ঘণ্টার মধ্যেই এফটিএ সই হবে। পরে ওই টুইটের মন্তব্যের ঘরে তিনি লেখেন ‘হয়ে গেছে।’