জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব চার সদস্যের প্রতিনিধি দল। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী বৃহত্তম ঐক্য তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষে সংলাপে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন উপস্থিত আছেন।