কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মনিটরের স্বয়ংক্রিয় উজ্জ্বলতা বন্ধের উপায়

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে মনিটরের উজ্জ্বলতা সাধারণত আশপাশের আলো পর্যালোচনা করে কম বা বেশি হয়। মূলত সেন্সরের ওপর নির্ভর করে মনিটরের উজ্জ্বলতায় এ পরিবর্তন হয়ে থাকে। মনিটরের আলো কমবেশি হওয়ায় অনেকেরই কাজ করতে সমস্যা হয়। উইন্ডোজের স্বয়ংক্রিয় উজ্জ্বলতা সুবিধা বন্ধ করে এ সমস্যার সমাধান করা যায়।

স্বয়ংক্রিয় উজ্জ্বলতা সুবিধা বন্ধের জন্য প্রথমে Windows এবং ‘I’ কী একসঙ্গে চেপে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এবার বাঁ পাশের সাইডবারে System মেন্যু নির্বাচনের পর ডান পাশে থাকা Display অপশনে ক্লিক করতে হবে।

উইন্ডোজ ১০–এর জন্য Brightness and Color বিভাগের নিচে থাকা উজ্জ্বলতা স্লাইডারে ক্লিক করে নিচের Automatically adjust contrast based on the displayed content to help improve battery অপশনের বক্সে থাকা টিক চিহ্ন তুলে দিতে হবে। Change brightness automatically when lighting changes অপশন দেখা গেলে বক্সে ক্লিক করে টিক চিহ্ন তুলে দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন